
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ (যুদ্ধ) বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বিজিএমইএ’র চট্টগ্রাম অঞ্চল।
মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) সন্ধ্যায় খুলশীর বিজিএমইএ ভবনের কনফারেন্স হলে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ আবদুস সালাম বলেন, এটি অত্যান্ত হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনায় বিজিএমইএ পরিবার আজ গভীরভাবে শোকাহত। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি- এমন ঘটনা যাতে আর না হয়। এই ঘটনায় আজ সারা জাতি শোকাহত। এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যারা আহত হয়েছেন আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে।
বিজিএমইএ’র রিলিজিয়াস এফেয়ার্স কমিটির চেয়ারম্যান ও শ্যারন চু এপারেল লিমিটেডের এমডি কাজী শফিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিজিএমইএ’র পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, বিজিএমইএ’র পরিচালক এনামুল আজিজ চৌধুরী ও বিজিএমইএ’র সাবেক পরিচালক খন্দকার বেলায়েত হোসেন।
উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক পরিচালক ও অরিয়ন ড্রেস’র এমডি মোহাম্মদ আতিক, কে গার্মেন্টস’র এমডি বিজয় শেখর দাশ, ম্যাগী এন্ড লীজ কর্পোরেশনের পরিচালক আনোয়ারুল করিম, বিজিএমইএ সদস্য, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। -বিজ্ঞপ্তি
পূর্বকোণ/এএইচ