চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

দিনে ব্যাংকে উৎপেতে থেকে রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ
মহামুনি গ্রামের যোগেন্দ্র  আরাম বিহার সংলগ্ন মৃত সুদর্শন বড়ুয়ার বাড়ি

দিনে ব্যাংকে ওত পেতে থেকে রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ

রাউজান সংবাদদাতা

২২ জুলাই, ২০২৫ | ৮:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি গ্রামে সোমবার দিবাগত রাত দেড়টা থেকে সাড়ে তিনটার মধ্যে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। যোগেন্দ্র  আরাম বিহার সংলগ্ন মৃত সুদর্শন বড়ুয়ার বাড়িতে আটজনের একটি দল ঢুকে পড়ে।

 

ঘরে থাকা গৃহকর্ত্রী মিতা বড়ুয়ার হাত-পা ও মুখ বেঁধে তারা জানায়, ‘ওয়ান ব্যাংক থেকে যে টাকা তুলেছেন, তা দিন।’ অস্ত্রের মুখে গৃহকর্ত্রী ও পুত্রবধূর কক্ষ লুটপাট করে, নাতিকে মারার হুমকি দেয়। শেষে মোবাইলসহ জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।

 

গৃহকর্ত্রীর ভাই মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া বলেন, আমার বোনের ঘরে কোন পুরুষ নেই। আগে কখনও চুরি-ডাকাতি হয়নি। এবার ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ নানা জিনিসপত্র নিয়ে যায়।

 

ঘটনাস্থল পরিদর্শনে আসা পাহাড়তলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্পিতা মুৎসুদ্দি বলেন, একলা ঘরে ডাকাত ঢুকে নানা জিনিসপত্র নিয়ে যায়। কি কি নিয়েছে তা গৃহকর্ত্রী প্রকাশ করতে অপারগতা প্রকাশ করছে। পরবর্তী ডাকাতি ও জীবনের নিরাপত্তার ভয়ে তারা পুলিশ কেইস করবেন না।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, আমাদের কেউ মৌখিক কিংবা লিখিতভাবে অভিযোগ করেননি। এইমাত্র আপনার কাছ থেকে সংবাদ পেয়েছি। আমাদের পুলিশের একটিদলকে ঘটনা পরিদর্শন ও তদন্তের জন্য প্রেরণের ব্যবস্থা নিচ্ছি।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট