চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

একসঙ্গে ৩ সন্তান জন্ম দিলেন গৃহবধূ সালমা আক্তার
বারইয়ারহাট বিএম হাসপাতালে গৃহবধূ সালমা আক্তারের নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও একটি কন্যা সন্তান

একসঙ্গে ৩ সন্তান জন্ম দিলেন গৃহবধূ সালমা আক্তার

মিরসরাই সংবাদদাতা

২২ জুলাই, ২০২৫ | ৭:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে একসঙ্গে তিন সন্তান জন্ম দিলেন চাঁদপুরের গৃহবধূ সালমা আক্তার। সোমবার (২১ জুলাই) রাতে উপজেলার বারইয়ারহাট বিএম হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে।

 

বিএম হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বলেন, নবজাতক ও তাদের মা সুস্থ রয়েছেন। তারপরও তারা হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন।

 

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গণি বলেন, প্রসব বেদনা শুরু হলে সালমা আক্তারকে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার গর্ভে তিনটি বাচ্চা রয়েছে বলে জানান। ওইদিন রাতে হাসপাতালে অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি।

 

পূর্বকোণ/সময়/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট