চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

উখিয়ায় চেতনানাশক খাইয়ে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ, ২ রোহিঙ্গা আটক

উখিয়ায় চেতনানাশক খাইয়ে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ, দুই রোহিঙ্গা আটক

টেকনাফ সংবাদদাতা 

২২ জুলাই, ২০২৫ | ২:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে মা ও কিশোরী মেয়েকে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)।

 

সোমবার (২১ জুলাই) রাতে উখিয়া বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

 

আটকরা হলো—১৭ নম্বর ক্যাম্পের বি ব্লকের সৈয়দ হোসেনের ছেলে হাবিব উল্লাহ (৫০) এবং মো. হোসেনের ছেলে মো. হাবিব উল্লাহ (১৯)।

 

আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানিয়েছে, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে জুসের মধ্যে চেতনানাশক মিশিয়ে মা ও মেয়েকে তা খাওয়ায়। অচেতন হওয়ার পর তারা দুজনকে পালাক্রমে ধর্ষণ করে। পরে জ্ঞান ফিরে এলে ভুক্তভোগীরা বিষয়টি পরিবার ও প্রশাসনকে জানান। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, ভুক্তভোগীদের অভিযোগ পাওয়ার পরপরই আজ মঙ্গলবার অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট