
ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ রাঙামাটির সন্তান উক্য চিং মারমা মারা গেছে।মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টায় জাতীয় বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
উক্য চিং মারমা মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তার পিতা উসাইমং মারমা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজপাড়া এলাকার বাসিন্দা ও বাঙ্গালহালিয়া উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
এর আগে সোমবার বেলা ১টায় ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সেখানেই স্কুলে অবস্থান করছিল রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজপাড়ার ছেলে উক্যাচিং মারমা। এই ঘটনায় তার শরীরের শতভাগ অংশ দগ্ধ হয়। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পূর্বকোণ/আজগর/পিআর/এএইচ