চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে ৩টি অবৈধ ক্যাবল কারখানা সিলগালা
নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরির কারখানা

সীতাকুণ্ডে ৩টি অবৈধ ক্যাবল কারখানা সিলগালা

সীতাকুণ্ড সংবাদদাতা

২১ জুলাই, ২০২৫ | ১০:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-৭। একই সাথে অভিযান পরিচালনা করা হয়েছে চট্টগ্রাম নগরীর দুটি কারখানাতেও। অভিযানকালে বিপুল পরিমান নকল ক্যাবল জব্দ করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

 

সূত্র জানায়, সীতাকুণ্ডের উত্তর সলিমপুর আব্দুল্লাঘাট এলাকায় অবৈধ নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরির কারখানায় নকল বৈদ্যুতিক ক্যাবল উৎপাদন করে আসছে মর্মে গোপন সূত্রে জানতে পেরে সোমবার সকাল ১০ থেকে সেখানে অভিযান পরিচালনা করেন র‌্যাব-৭ চট্টগ্রাম সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। অভিযানকালে ঐ কারখানা থেকে বিপুল পরিমান অবৈধ ক্যাবল জব্দ করার পাশাপাশি কারখানটি সিলগালা করে দেয়া হয়। একই সাথে র‌্যাব-৭ চট্টগ্রামের আগ্রাবাদ এলাকাতেও এ ধরনের দুটি অবৈধ ক্যাবল তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঐ কারখানাগুলোকেও সিলগালা করার পাশাপাশি তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৭ চটগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান এবং বিএসটিআইএর কর্মকর্তা। তারা জানান, কারখানা তিনটি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সীলগালা করার পাশাপাশি জরিমানার ৮ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া জব্দকৃত নকল বৈদ্যুতিক ক্যাবলের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পূর্বকোণ/সৌমিত্র/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট