চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বুধবার থিয়েটার ইনস্টিটিউটে সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের আত্মপ্রকাশ

বুধবার থিয়েটার ইনস্টিটিউটে সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক

২১ জুলাই, ২০২৫ | ৯:২৯ অপরাহ্ণ

“শুদ্ধ সংগীতে চিত্ত হোক বিকশিত” প্রতিপাদ্যকে ধারণ করে আগামী বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টা ১ মিনিটে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন সাংস্কৃতিক সংগঠন “সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ, বাংলাদেশ”।

সংগঠনটি মূলত “সুকণ্ঠ সংগীত বিদ্যাপীঠ”-এর বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলিত উদ্যোগে গঠিত হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক সুব্রত দাশ অনুজ এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত।

সম্মানিত অতিথি হিসেবে আরও থাকবেন সংগীত প্রযোজক পাপিয়া আহমেদ ও গীতিকবি অধ্যাপক পঙ্কজ দেব অপু। বাচিক আবৃত্তিশিল্পী প্রবীর পাল’র সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা ছাড়াও সংগীত আয়োজনে থাকছে একক, দ্বৈত, ত্রয়ী ও দলীয় সংগীত পরিবেশনা, পরিবেশন করবেন পরিষদের সদস্য শিল্পীবৃন্দ।

সংগীতের মাধ্যমে ঐক্য ও সৌন্দর্যের এই অনন্য আয়োজন সংগীতপ্রেমী ও সংস্কৃতিমনা দর্শকদের জন্য একটি স্মরণীয় সন্ধ্যা হয়ে উঠবে বলে আয়োজকগণ আশাবাদ ব্যক্ত করেছেন।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট