চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে মহেশখালীতে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে মহেশখালীতে ২ শিশুর মৃত্যু

মহেশখালী সংবাদদাতা

২১ জুলাই, ২০২৫ | ৫:১১ অপরাহ্ণ

মহেশখালী উপজেলার কালারমারছড়া পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নিখোঁজ হলে পরে ২টার দিকে তাদের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অফিস পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হল- উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অফিস পাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ বেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ মিসবাহ (৭), একই এলাকার লোকমান হোসেনের ছেলে সাপুয়াত মোহাম্মদ রাওজাদ (৩)। নিহতরা একে অপরে মামাত ফুফাত ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে অফিস পাড়া বাড়িসংলগ্ন পুকুরপাড়ে খেলতে যায় মিজবাহ ও রাওজাদ। সেখানে কয়েকজন শিশুর সঙ্গে খেলার একপর্যায়ে তিনজনই পানিতে পড়ে যায়। তবে একজন অক্ষত অবস্থায় উঠে গেলেও দুইজন পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে।

স্থানীয় মিশুক নামে এক যুবক জানান, দুই শিশু পানিতে ডুবে গেলে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক বিকেল ৫টায় ২ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পূর্বকোণ/হুবাইব/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট