
চট্টগ্রামের বাঁশখালীতে একটি বরফকল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আবুল বসর (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল বাংলা বাজারের একটি বরফকলে এ মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত শ্রমিক আবুল বশর সরল ইউনিয়নের কাহারঘোনা গ্রামের লকিয়ার বাপের বাড়ির চান মিয়ার ছেলে।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, বাংলাবাজার এলাকায় বরফকলে সংযোগ লাইনে এমোনিয়া গ্যাস লিকেজ আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে । অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে বাঁশখালী বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, চাম্বল বাংলাবাজার বরফকলে আবুল বাশার নামে একজন শ্রমিকের মৃত্য হয়েছে। লাশের সুরতহাল তৈরি করাহয়। বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য নিহত পরিবার এডিএম’র কাছে আবেদন করেছেন।
পূর্বকোণ/অভি/জেইউ