চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
ফাইল ছবি

লোহাগাড়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

লোহাগাড়া সংবাদদাতা

২০ জুলাই, ২০২৫ | ১১:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় সাপের কামড়ে মো. তারেক (২৪) নামে এক যুবকের মৃত্যু হযেছে। রবিবার (২০ জুলাই) সকাল ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

 

নিহত মো. তারেক চরম্বা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের কালোয়ার পাড়ার আবদুর রহিমের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই মো. নোমান। তিনি জানান, সকালে তারেক ঘুম থেকে ওঠে হাত-মুখ ধুতে বের হয়। ওই সময় বাড়ির উঠানে থাকা খড়ের স্তূপ থেকে বের হয়ে একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওখানে সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এ প্রসঙ্গে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে সাপের কামড় খাওয়া এক যুবককে নিয়ে আসেন তার স্বজনেরা। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট