চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

টেকনাফে অটোচালক অপহরণ ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৫
গ্রেপ্তার ৫ অপহরণকারী

টেকনাফে অটোচালক অপহরণ ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

টেকনাফ সংবাদদাতা

২০ জুলাই, ২০২৫ | ৮:৫৮ অপরাহ্ণ

টেকনাফে অটোচালক অপহরণের ঘটনায় জড়িত ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পাইপ গান, তিনটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তাররা হলেন- চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড হাকিম পাড়ার নুরুল কবিরের ছেলে আব্বাস উদ্দিন (৪২), আব্দুল হাকিম ভুট্টোর ছেলে সাকিবুল ইসলাম (২২), শফি আলমের ছেলে ফরহাদ মিয়া (১৯), মৃত ইউনুছ আহমদের ছেলে মো. রবিউল হোসেন (২৭) এবং ডেমুশিয়া ২ নম্বর ওয়ার্ড সাহাব উদ্দিনের ছেলে মো. তাওসিফ (১৯)।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, অটোচালক পাভেল চাকমা (২৪) অপহরণ মামলায় বাহারছড়া ইউনিয়ন এলাকার মেরিন ড্রাইভ সড়কের উপর পুলিশ চেকপোস্টের অদূরে সৈকত কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অজ্ঞাতনামা ৪-৫ জন আসামি অন্ধকারে কৌশলে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তারা অপহরণ মামলার ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে অপহরণ কাজে ব্যবহৃত অস্ত্র-গুলি’ উত্তর শীলখালী এলাকায় একটি বসত ঘরের সামনে লুকিয়ে রেখেছে মর্মে স্বীকারোক্তি প্রদান করে।

 

তিনি জানান, উক্ত তথ্যের ভিত্তিতে রাতেই বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তর শীলখালী জলিলের বাবারবাড়ির বসতঘরে অভিযান পরিচালনা করে শনের স্তূপের ভিতরে বিশেষভাবে লুকানো অবস্থায় একটি পাইপ গান, তিনটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। ধৃত আসামিদের মুখমণ্ডল ও শারীরিক গঠন দেখে বর্ণিত অপহরণ মামলার ঘটনার সাথে জড়িত ছিলো মর্মে অটোচালক শনাক্ত করেন। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট