
কক্সবাজারের নীল সাগর আর সোনালি বালির সঙ্গে কিছু আনন্দঘন মুহূর্ত কাটানোর স্বপ্ন নিয়ে এসেছিলেন নোয়াখালীর যুবক মো. শাহিন। বন্ধু ও স্বজনদের সঙ্গে সৈকতের ঢেউয়ে মেতে উঠেছিলেন তিনি। কিন্তু কে জানত, এই আনন্দ ভ্রমণ তার জীবনের শেষ সফর হয়ে উঠবে!
আজ রবিবার (২০ জুলাই) সকালে কক্সবাজারের সুগন্ধা সৈকতে গোসল শেষে হোটেলে পায়ে হেঁটে ফেরার সময় হঠাৎ অজ্ঞান হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন শাহিন। পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত শাহিনের বাড়ি নোয়াখালী জেলায়। তার বাবার নাম মমতাজ। এই মর্মান্তিক খবরে শাহিনের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, শাহিন প্রায় ৩০-৪০ জনের একটি পর্যটক দলের সঙ্গে গত ১৮ জুলাই কক্সবাজারে এসেছিলেন। তারা শহরের সিলিকন বে রিসোর্টে অবস্থান করছিলেন। আজ (২০ জুলাই) ছিল তাদের কক্সবাজার থেকে ফেরার দিন। কিন্তু সেই ফিরতি যাত্রা আর হয়নি শাহিনের। তাকে ফিরতে হয়েছে সাদা কাফনে মোড়ানো নিথর দেহ হয়ে। এই আকস্মিক মৃত্যু পর্যটন নগরীতে আগত পর্যটকদের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ