চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

রাজনৈতিক দলের মতভিন্নতায় হতাশার কিছু নেই: মির্জা ফখরুল
রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

রাজনৈতিক দলের মতভিন্নতায় হতাশার কিছু নেই: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

২০ জুলাই, ২০২৫ | ৫:৫০ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের পরে ‘রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতভিন্নতায় হতাশ হওয়ার কিছু নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

রবিবার (২০ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। 

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি ভিন্নমত থাকবে, বহুমাত্রিক পথ থাকবে, কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে, সবগুলো মিলিয়ে আমরা রেইনবো স্টেট একটা রংধনু, অনেকগুলো রং নিয়ে রংধনু ওঠে, সে রকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন।’

 

তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই, আমরা সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই, আমরা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, আমরা হত্যা চাই না, নির্যাতন চাই না। আমরা মানুষ সুস্থভাবে স্বাধীনভাবে কমফোর্টেবল ওয়েতে স্বস্তির সঙ্গে যেন চলাফেরা করতে পারি, সেই ধরনের একটা রাষ্ট্র চাই। আমরা আশান্বিত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সেই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

 

কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির সদস্য সচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ চার জন শহীদের স্বজন।

 

অনুষ্ঠানে আর ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস, বাদলুর রহমান বাদল, সাইফ আলী খান, মোকছেদুল মোমিন মিথুন, জাহিদুল ইসলাম রনি, শফিকুল হক সাজু ও হাসনাইন নাহিয়ান সজীবসহ কৃষক দলের কেন্দ্রীয় নেতারা।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট