চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

বাড়ি ফিরেছেন প্রসূনের বাবা: কোথায় গিয়েছিলেন বলছেন না!

অনলাইন ডেস্ক

২০ জুলাই, ২০২৫ | ৪:৩৫ অপরাহ্ণ

নিখোঁজের একদিন পর বাসায় ফিরেছেন অভিনেত্রী প্রসূন আজাদের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেন।

তবে তিনি কেন নিখোঁজ হয়েছিলেন, তা নিয়ে স্পষ্ট কোনো কারণ গ্লিটজকে জানাননি প্রসূন। কারণ বাড়ি ফিরে পুলিশের সাবেক এই কর্মকর্তা তার পরিবারের সদস্যদের সঙ্গে খুব একটা কথা বলছেন না বলে ভাষ্য এই অভিনেত্রীর।

প্রসূন বলেছেন, শনিবার রাতে ঢাকার মালিবাগে নিজের বাসায় ‘সুস্থ অবস্থায়’ তার বাবা ফিরে আসেন।

রোববার প্রসূন বলেন, “বাবা কোথায় ছিলেন, তার কী হয়েছিল এসব নিয়ে খুব একটা কথা বলছেন না। হয়ত কষ্ট পেয়েছিলেন বা মানসিকভাবে একা ফিল করছিলেন। তাই নিজের মত থেকেছেন।”

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেনের নিখোঁজ সংবাদ প্রসূন নিজেই গ্লিটজকে জানিয়েছিলেন, পরে ফেইসবুকে বাবার নিখোঁজ হওয়া নিয়ে পোস্ট দেন তিনি।

প্রসূন গ্লিটজকে বলেছিলেন, শুক্রবার থেকে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

“আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। আপনারা সহযোগিতা করুন। ফেইসবুকে বা বিভিন্ন গ্রুপে আমার বাবার ছবিটা দিয়ে কেউ দেখেছেন কি না- এই খোঁজটা নিয়ে দেন। আমরা শাহজাহানপুর থানায় জিডি করেছি, কী হবে বুঝতে পারছি না।”

সোশাল মিডিয়া ছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনও দেখা গেছে।

পরে শনিবার রাতে বাবার ফেরার কথা জানিয়ে ফেইসবুকে ফের একটি পোস্ট দেন প্রসূন।

এদিন তিনি গ্লিটকে বলেন, “আমার আব্বুর পুরো জীবনই কেটেছে বাংলাদেশ পুলিশে। দীর্ঘ সময় পেশাগত জীবনে খুব ব্যস্ত ছিলেন, সবসময় মানুষের মধ্যে থাকতেন। কিন্তু রিটায়ার্ডমেন্টের পর সেই কোলাহলটা আর নেই। একটা পরিবর্তন এসেছে, যোগাযোগ কমে গেছে, হয়ত চাপা কষ্ট জমেছিল। মন চেয়েছে গায়েব হয়ে যাই—তাই হয়ত চলে গিয়েছিলেন।”

প্রসূনের ভাষ্য অনুযায়ী, বাড়ি ফিরে এত মানুষ দেখে কিছুটা অবাক এবং বিরক্তও হন আজাদ হোসেন।

ফেরার পর পরিস্থিতি কেমন দাঁড়ায় জানতে চাইলে প্রসূন বলেন, “আমি কাছে গিয়ে জড়িয়ে ধরলাম। উনাকে খুব ক্লান্ত দেখাচ্ছিলেন। উনি বললেন, ‘আমি গোসল করব।’ আমরা আর উনাকে কিছু বলিনি। চারপাশের এত মানুষ দেখে উনি হয়ত চিন্তা করেছেন, এমনিতে আমার খবর নেয় না কেউ। আমি একদিনের জন্য বের হলাম আর সবাই মিলে এমন তুলকালাম কাণ্ড করে ফেলল।”

আজাদ হোসেন ফিরে আসায় পরিবারে ‘স্বস্তি ফিরে’ এসেছে বলে জানিয়েছেন প্রসূন।

“গ্রামের আত্মীয়স্বজন, বাবার বন্ধুরা এসেছেন, সবাই খুশি হয়েছেন বাবা ফিরে আসায়।”

প্রসূন আজাদের মা ও বাবা দুজনই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।

লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী প্রসূন আজাদ কিছুদিন ধরে কাজ থেকে দূরে আছেন। ২০২১ সালের ৩০ জুলাই দীর্ঘদিনের বন্ধু ফারহানের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। তাদের সংসারে এসেছে দুই সন্তান।

প্রসূন ‘অচেনা হৃদয়’, ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মৃত্যুপুরী’সহ কয়েকটি সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করেছেন।

গত বছর প্রসূন অভিনীত ‘পদ্মাপুরাণ’ সিনেমা মুক্তি পায়। এছাড়া টিভি নাটকেও অভিনয় করেছেন তিনি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট