
বিএনটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর কক্সবাজারের সভায় বিস্ফোরক মন্তব্যের পর চকরিয়া পৌরশহরে বিএনপি প্রতিবাদ মিছিল বের করে। এ সময় এনসিপির পথ সভার জন্য ট্রাকের উপর তৈরি করা মঞ্চ টেনে হিচড়ে ভেঙে দেয়। ওই সময় কয়েকদফায় তাদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ঐক্যবদ্ধ হয়ে বিকেল পৌনে ৫টার দিকে বিএনপির নেতা-কর্মীরা ফের মিছিল বের করলে আইনশৃঙ্খলা বাহিনী নীরব হয়ে যান।
একপর্যায়ে মহাসড়কে মিছিল করে এনসিপির সমাবেশস্থল জনতা মার্কেটে ঢুকে পড়ে নেতা-কর্মীরা। সেখানে স্লোগানে স্লোগানে মাতিয়ে রাখে নেতা-কর্মীরা। মহাসড়কেও খণ্ড খণ্ড প্রতিবাদ মিছিল চলমান থাকলে চকরিয়া পৌরশহরের ব্যবসায়ীক প্রতিষ্ঠান মালিকরা বন্ধ করে দেয়। সৃষ্টি হয় যানজটের। তবে সেনাবাহিনীর চেষ্টায় কিছু গাড়ি নিজ নিজ গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।
যে স্থানে বিকেল ৫টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাসিরুদ্দিন পাটোয়ারী, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা বক্তব্য রাখার কথা ছিল। সেখানে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ সভা ও মিছিল করে।
কক্সবাজারের সভায় নাসির উদ্দিন পাটোয়ারী বক্তব্যের একপর্যায়ে বলেন, নারায়নগঞ্জের প্রখ্যাত গডফাদার শামীম ওসমান, এখন শুনছি কক্সবাজারের গডফাদার শিলং থেকে এসে দখলবাজি চাঁদাবাজি করছে।
এই বক্তব্যের জেরে ফুঁসে ওঠে চকরিয়া ও পেকুয়ার বিএনপিসহ সাধারণ মানুষও। একইভাবে জেলার অপর ৭ উপজেলায়ও প্রতিবাদ সভা হয়েছে বলে জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক জানান।
সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চকরিয়ায় প্রতিবাদ মিছিল চলমান ছিল।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ