চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

রাউজানে ইসলামী নব জাগরণ মাদ্রাসায় চুরি

রাউজানে ইসলামী নব জাগরণ মাদ্রাসায় চুরি

রাউজান সংবাদদাতা

১৯ জুলাই, ২০২৫ | ১২:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে কওমি ঘরনার ইসলামী নব জাগরণ সংগঠন পরিচালিত মসজিদ মহিলা মাদ্রাসা কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

 

শনিবার (১৯ জুলাই) সকালে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মাদ্রাসায় এসে চুরির বিষয়টি টের পান। দুর্বৃত্তরা মাদ্রাসার পেছনের বেড়ার ফাঁক গলে ভিতরে ঢুকে দরজার হুক খুলে প্রবেশ করে। এরপর তারা আলমিরা ভেঙে প্রায় ৫০ হাজার টাকার মূল্যবান জিনিসপত্র এবং সিসিটিভি মনিটর, মোবাইলসহ মালামাল নিয়ে যায়। এছাড়া তারা আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। যার আনুমানিক পরিমাণ প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

এ ঘটনায় ইসলামী নব জাগরণ সংগঠনের সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্বৃত্তরা শুধু চুরি করেই ক্ষান্ত হয়নি, মাদ্রাসার সিসিটিভির ক্যামেরার তার কেটে দিয়েছে এবং আসবাবপত্রও নষ্ট করেছে। এটি অত্যন্ত নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের প্রতি অনুরোধ জানাই দ্রুত তদন্ত করে চোরদের শনাক্ত ও আইনের আওতায় আনা হোক।”

 

তিনি জানান, মাদ্রাসার হুজুররা বৃহস্পতিবার বাসায় যান এবং শুক্রবার মাদ্রাসা ফাঁকা থাকে। এই সুযোগেই চুরি সংঘটিত হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। স্থানীয়দের মাঝে এ ঘটনায় ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট