
চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা কেঁওচিয়া তেমুহনী পাঠানীপুল এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, চট্টগ্রামমুখী পিকআপটি একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে কক্সবাজারগামী স্টার লাইন পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির চালকসহ ৩ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক রুহুল আমিন বলেন,বাস এবং একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।
দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। তবে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।
পূর্বকোণ/পারভেজ