চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে মগ লিবারেশন পার্টি সদস্যের মৃত্যু, আটক ১
প্রতীকী

ফটিকছড়িতে পুকুরে মিলল একব্যক্তির লাশ, সন্দেহের তীর ছেলের দিকে

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

১৮ জুলাই, ২০২৫ | ৪:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌর এলাকা থেকে মোহাম্মদ এনাম নামে একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৪টায় নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড়ের শাহ চৌমুহনী এলাকার সুলতান বাড়ির একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসীরা বলেছেন- এটি একটি হত্যাকাণ্ড এবং নিহতের ছেলে এ ঘটনা ঘটিয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ সকাল থেকে নিহত এনামকে পাওয়া যাচ্ছে না। তার ছেলে মোবারক নিজে থেকে এই নিয়ে উল্টা-পাল্টা কথা বললে এলাকাবাসীর সন্দেহ হয়। কেন না এর আগেও মোবারক তার বাবাকে একাধিকবার মারধর করেছে। এক পর্যায়ে এলাকাবাসীরা ঘরের সামনের পুকুরে উদ্ধার কাজ চালিয়ে এনামের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মোবারককে আটক রেখেছে এলাকাবাসী।

ফটিকছড়ি থানায় ওসি নুর আহমদ জানান, বিষয়টি আমি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমি নিজেও যাচ্ছি। এই ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

পূর্বকোণ/মুন্না/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট