চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

‎রাঙ্গুনিয়ায় অভিযানে আটক ৬, তিন মাসের কারাদণ্ড
প্রতীকী

রাঙ্গুনিয়ায় দুই মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

১৭ জুলাই, ২০২৫ | ১০:১৭ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় মাদকের বিরুদ্ধে ভ্রাম্যামান আদালতের অভিযানে দুই মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে। বুধবার (১৬ জুলাই)  রাত সাড়ে ১০টায় উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
অভিযানে দুই মাদকসেবীকে তিন মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান। অভিযানে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- রাউজানের রমজান আলী হাটের মৃত বাচ্চু মিয়ার ছেলে বাবুল ইসলাম (৪২) এবং বান্দরবানের আলীকদম উপজেলার বটতলি পাড়ার একরাম হোসেনের ছেলে ফয়েজ উদ্দিন (২২)।
ইউএনও মো. কামরুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মাদক নির্মূলে এবং সমাজকে সুস্থ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট