
ফুটপাতে ব্যবসা ও নির্মাণসামগ্রী রাখার অপরাধে চট্টগ্রামে ৮ জনকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ জুলাই) নগরীর চট্টেশ্বরী মোড় ও মেহেদীবাগ রোডে এই অভিযান পরিচালনা করেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করা ও ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে ৮ জনকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
পূর্বকোণ/আরআর/এএইচ