
রোহিঙ্গা ক্যাম্পে ইট, রড, সিমেন্টের তৈরি আধাপাকা ঘর এমন দৃশ্য আগে দেখা যায় নি। অথচ উখিয়ার ৮ নম্বর ক্যাম্পের ইস্ট ব্লকের বি-৪১ এলাকায় এমনই একটি স্থাপনা গড়ে তুলেছিলেন রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী নবী হোসেন। দীর্ঘদিন ধরে ঘরটি ব্যবহার হতো ডাকাতি, অপহরণ ও মাদক ব্যবসার ঘাঁটি হিসেবে।
বুধবার (১৬ জুলাই) যৌথ বাহিনীর অভিযানে অবৈধ এ সেমিপাকা ঘরের একাংশ ভেঙে দেওয়া হয়।
ক্যাম্প ইনচার্জ (সিআইসি) গাজী শরিফুল হাসান জানান, সেনাবাহিনী ও ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতায় ঘরের একাংশ এবং ভেতরের কংক্রিটের তাক গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পুরো ঘর ভেঙে দেওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা নেতা বলেন, ঘরটি নবী হোসেনের অপরাধ সাম্রাজ্যের কেন্দ্র ছিল। ডাকাতি, অপহরণ আর মাদকের পরিকল্পনা হতো এখানেই। এতদিন কেউ সাহস করে কিছু বলতে পারেনি।
রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, ক্যাম্পে এমন পাকা ঘর কখনো দেখিনি। এটি নিয়মের পুরোপুরি বাইরে। এখানে ইট, সিমেন্ট, রড দিয়ে স্থাপনা তৈরির কোনো অনুমতি নেই। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যাম্প এলাকায় অবৈধ স্থাপনা কিংবা সন্ত্রাসীদের আস্তানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/মানিক/আরআর/এএইচ