
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মি. নাহিদ বলেন, “মুজিববাদি সন্ত্রাসিরা জাতীয় নাগরিক পার্টি এবং তার নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে।”
নাহিদ ইসলাম বলেন, “সভা শেষে মাদারীপুর যাওয়ার সময় আমাদের গাড়ি বহরে হামলা চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরে আমরা খুলনা চলে আসি।” তিনি বলেন, “দেশ ও বিশ্ববাসীর কাছে আওয়ামী লীগের চেহারা আজকের ঘটনায় স্পষ্ট হয়েছে।”
গোপালগঞ্জ “ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে” বলেও দাবি করেন মি. নাহিদ। খুব পরিকল্পিতভাবে গণঅভ্যুত্থানের নেতাদের ওপর হামলা করা হয়েছে দাবি করে তিনি বলেন, “গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কর্মসূচি করতে পারবে না সেই মিথ আজকে এনসিপি ভেঙে দিয়েছে।”
“যতই হামলা, হত্যাচেষ্টা হোক- জুলাই পদযাত্রা থামবে না” বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এই হামলার প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি। এর আগে সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আমাদের হত্যার উদ্দেশ্যে তারা সশস্ত্র হামলা করেছে।”
মি. আখতার বলেন, “বাংলাদেশের চারটি বিভাগে আমরা পদযাত্রা করেছি। গোপালগঞ্জে আগে থেকে প্রস্তুতি নিয়ে সশস্ত্র কায়দায় আমাদের ওপর হামলা করেছে আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী।” সূত্র : বিবিসি।
পূর্বকোণ/আরআর/পারভেজ