
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে শুরু হয়েছে ‘জুলাই স্মৃতি আন্তঃহল ভলিবল (ছাত্রী) প্রতিযোগিতা-২০২৫’।
আজ বুধবার (১৬ জুলাই) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অংশগ্রহণকারী হলভিত্তিক বিভিন্ন দলের খেলোয়াড় ও টিম ম্যানেজারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষাসহায়ক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করছি। খেলাধুলা, বিতর্ক এবং সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে চবি প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, জুলাই গণআন্দোলনের স্মৃতিকে ধারণ করে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জয়-পরাজয় নয়, অংশগ্রহণই সবচেয়ে বড় বিষয়। খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, শৃঙ্খলা এবং পরস্পরের প্রতি সম্মানবোধ গড়ে ওঠে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) ও জুলাই বিপ্লব উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। তিনি বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা। শিক্ষার্থীদের এই অবদানকে স্মরণ করে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে।
প্রতিযোগিতার আহ্বায়ক ও শামসুন নাহার হলের প্রভোস্ট প্রফেসর ড. বেগম ইসমত আরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তিনি নিজেই। সঞ্চালনা করেন চবি ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন এবং স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. রবিউল আউয়াল।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় চবি শামসুন নাহার হল ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের দল। উপাচার্য অতিথিদের সাথে নিয়ে খেলোয়াড়, রেফারি ও সহকারী রেফারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ম্যাচটি উপভোগ করেন।
অনুষ্ঠানে চবির বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর ও সহকারী প্রক্টর, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ