চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

কুতুবদিয়া-মগনামা নৌরুটে ফেরি চালুর সম্ভাব্যতা যাচাই
কুতুবদিয়া মগনামায় ফেরি সার্ভিস চালুর সম্ভাব্য নৌ-রুট পরিদর্শনে বিআইডব্লিউটি'র চেয়ারম্যান

কুতুবদিয়া-মগনামা নৌরুটে ফেরি চালুর সম্ভাব্যতা যাচাই

কুতুবদিয়া সংবাদদাতা

১৫ জুলাই, ২০২৫ | ১১:১৪ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়া ও মগনামা নৌ-রুটে ফেরি সার্ভিস চালুর সম্ভাব্যতা যাচাই বাছাইয়ের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।

 

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে বড়ঘোপ ও পেকুয়ার মগনামা জেটিঘাট পরিদর্শন করেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন বিআইড‌ব্লিউ‌টিএ’র বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, নৌ সংরক্ষণ ও পরিচালক মোহাম্মদ সে‌লিম, নির্বাহী প্রকৌশলী এ এস এম আশরাফুজ্জামান, বন্দর ও প‌রিবহন বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান, প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান ও সহকারী পরিচালক (হাইড্রোগ্রাফি) মো. শরিফ উদ্দিন প্রমুখ।

 

পরিদর্শন শেষে উভয় ঘাটের অবকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করে (বিআইডব্লিউটিএ’র) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা বলেন, ফেরি বা সি ট্রাক চালুর বিষয়টি কুতুবদিয়া বাসীর দীর্ঘদিনের দাবি। এর পরিপ্রেক্ষিতে আমরা সরেজমিনে এসেছি।

 

মগনামা ঘাট যেহেতু কক্সবাজার জেলা প্রশাসকের অধীনে রয়েছে। কাজেই তারা যদি ওই ঘাট বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে তাহলে পল্টুন দিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে কুতুবদিয়া নৌরুটে সি-ট্রাক চালু করতে পারবে বলে জানান তিনি।

 

পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট