চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মৌলিক সংস্কারের প্রশ্ন এলেই বিএনপি ‘বেঁকে বসছে’: এনসিপি
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্রিফিং

মৌলিক সংস্কারের প্রশ্ন এলেই বিএনপি ‘বেঁকে বসছে’: এনসিপি

অনলাইন ডেস্ক

১৫ জুলাই, ২০২৫ | ১০:৩৫ অপরাহ্ণ

রাষ্ট্রের মৌলিক সংস্কারের প্রশ্ন এলেই বিএনপি ‘বেঁকে বসছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

 

তিনি বলেছেন, ‘যখন ‘চেক এন্ড ব্যালান্সের’ জন্য উচ্চকক্ষে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের কথা আসছে, তখন দলটি সেখান থেকে সরে দাঁড়াচ্ছে।’

 

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

 

এর আগে সেখানে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেন এনসিপির নেতারা।

 

আলোচনা থেকে বেরিয়ে আখতার বলেন, “রাষ্ট্র একটা ভাঙ্গা পা নিয়ে চলছে। সেই ভাঙ্গা পায়ে বিএনপি ব্যান্ডেজ করেছে। তারা স্যাভলন দিয়েছে, কিন্তু হাড়টাকে জোড়া লাগাতে হবে, সেই জায়গায় এসে দলটি বেঁকে বসেছে।

 

‘তাদের কথা হলো, ব্যান্ডেজ করেছি; স্যাভলন দিয়েছ; এটাই যথেষ্ট; এটাই মেনে নাও। হাড়টাকে জোড়া লাগানো পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই।’

 

আখতার বলেন, কথা স্পষ্ট, মৌলিক সংস্কারের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি কোনো ছাড় দেবে না।

 

আখতার বলেন, উচ্চকক্ষে পিআর পদ্ধতি থাকলে, যেসব দলের অন্তত এক শতাংশ ভোট রয়েছে, তারাও উচ্চকক্ষে অংশগ্রহণের সুযোগ পাবে। সেক্ষেত্রে একটা বহুদলীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক চর্চার জায়গা আমরা নিশ্চিত করতে পারব।

 

‘অধিকাংশ দল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বিন্যাসের ব্যাপারে একমত হলেও বিএনপি এবং তার সঙ্গে গুটিকয়েক দল সেটা চায় না। সেই না চাওয়ার জায়গাটিকে সংস্কার কমিশনের আলাপের বাইরে রাখার একটা প্রবণতা খেয়াল করছি। সংস্কারের আলাপগুলোকে এখন সংখ্যাতাত্ত্বিক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।’

 

তিনি বলেন, উচ্চকক্ষে পিআর পদ্ধতির মধ্য দিয়ে নির্বাচন হতে হবে। এটাকে আমরা অবশ্যই একটি মৌলিক সংস্কারের অংশ মনে করি। মৌলিক সংস্কারে মোটা দাগে যেসব বিষয় আছে, সেসব প্রশ্ন উঠলেই বিএনপির তরফ থেকে এবং তাদের সঙ্গে আরো গুটিকয়েক দল, তারা সেখানে বাধা তৈরি করছেন এবং ঐক্যমতের প্রক্রিয়া বাধাগ্রস্ত করছেন।

 

‘মৌলিক সংস্কারের বিষয়গুলো যেন ঐক্যমতের আলোচনার মধ্যেই না থাকে, তার তেমন একটা পরিবেশ এখানে তৈরির চেষ্টা করছেন।’বিডিনিউজ

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট