
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই যোদ্ধাদের রক্তের ওপর ভিত্তি করেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাদের এই আত্মত্যাগের কারণেই দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে এবং এই অবদানকে কখনো টাকা দিয়ে পোষানো যাবে না।
আজ সোমবার (১৪ জুলাই) সকালে কক্সবাজারের বিজয় স্মরণী সড়কের হোটেল শৈবাল সংলগ্ন স্থানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে গণপূর্ত মন্ত্রণালয়কে। এই স্মৃতিস্তম্ভ কেবল দিবসের অনুষ্ঠানের জন্য নয়, বরং প্রতিনিয়ত জুলাই যোদ্ধাদের অবদান মনে রাখার জন্য এবং তাদের আত্মত্যাগের স্মারক হিসেবে কাজ করবে।
তিনি বলেন, এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে স্বজন হারানো পরিবারগুলোও যেন স্মৃতিচারণ করতে পারে সেই ব্যবস্থাও করতে হবে।
উদ্বোধনী আয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, স্তম্ভটির নির্মাণ ও রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ যৌথভাবে কাজ করছে। এই স্মৃতিস্তম্ভ জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক হয়ে থাকবে।
পূর্বকোণ/এরফান/জেইউ