
পটিয়া বাইপাস সড়কে বাসচাপায় এক পথচারী গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী হানিফ পরিবহনের বাস সড়ক পার হতে যাওয়া এক পথচারীকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করলেও চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।
পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ