চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

জাতীয় পার্টিকে উপেক্ষা করে চলছে ত্রুটিযুক্ত সংস্কার: জাপা মহাসচিব
সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন জাপার নবনির্বাচিত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টিকে উপেক্ষা করে চলছে ত্রুটিযুক্ত সংস্কার: জাপা মহাসচিব

অনলাইন ডেস্ক

১৩ জুলাই, ২০২৫ | ৮:৪৩ অপরাহ্ণ

জাতীয় পার্টির (জাপা) নবনির্বাচিত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশে চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া অত্যন্ত ত্রুটিপূর্ণ এবং অপূর্ণাঙ্গ। কারণ সব দলের মতামত নেওয়া হলেও জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না। এটি একপাক্ষিক ও অসম্পূর্ণ সংস্কার প্রক্রিয়া। রোববার বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

জাপা মহাসচিব বলেন, দেশে বর্তমানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, ‘মব’ সৃষ্টি করা হচ্ছে। এ অবস্থায় কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

শামীম হায়দার বলেন, ‘মব’ নিয়ন্ত্রণে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে। নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে, যেখানে সব দল সমান সুযোগ পাবে। নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তখনই জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র গোলাম মোস্তফা, নীলফামারী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জি এম কবির মিঠুসহ দলটির রংপুর বিভাগের নেতাকর্মীরা।  এর আগে সৈয়দপুরে পৌঁছালে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত মহাসচিবকে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট