
প্রথম ম্যাচের মতো আবারও টস হারলেন লিটন কুমার দাস। আবারও একই সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা। অর্থাৎ টস হেরে ব্যাট করতে নামবে বাংলাদেশ।
শ্রীলঙ্কা সফরে টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। বাজে ব্যাটিং-বোলিংয়ে প্রথম ম্যাচ হারের পর এবার ডাম্বুলার রানগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজ বাঁচিয়ে রাখার অভিযানে নামবে লিটন কুমার দাসের দল।
প্রথম টি-টোয়েন্টিতে প্রশ্নবিদ্ধ একাদশ নির্বাচনের পর মাঠে নেমে তেমন কিছু করতে পারেনি বাংলাদেশ। পারভেজ হোসেনের শুরুর ঝড়ো ব্যাটিং ছাড়া ইতিবাচক কিছুই ছিল না সফরকারীদের।
সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে নিজেদের পারফরম্যান্সে আমূল পরিবর্তনের বিকল্প নেই লিটনদের।
বাংলাদেশ (খেলোয়াড় একাদশ):
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক/উইকেটরক্ষক), জাকের আলি, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা (খেলোয়াড় একাদশ):
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, অবিষ্কা ফার্নান্দো, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফ্রি ভ্যান্ডারসে, মাহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুশারা।
পূর্বকোণ/জেইউ