চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

টেকনাফে ইয়াবা ও নগদ টাকাসহ দম্পতি আটক
কোস্টগার্ডের সাথে আটক দম্পতি

টেকনাফে ইয়াবা ও নগদ টাকাসহ দম্পতি আটক

টেকনাফ সংবাদদাতা

১২ জুলাই, ২০২৫ | ১০:২৮ অপরাহ্ণ

টেকনাফের শাহপরীরদ্বীপে ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবাসহ মাদককারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। শনিবার (১২ জুলাই) রাতে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ডেইলপাড়া এলাকায় তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা ও নগদ ৫ হাজার ৪০০ টাকাসহ ২ জন মাদককারবারিকে আটক করা হয়।

 

আটকরা হলেন- লালমানিরহাট জেলার হাতিবান্ধা উপজেলা হাতিবান্ধা ইউনিয়নের মৃত আজ্জেব আলীর ছেলে রাশেদ (৪০) এবং টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মিস্ত্রীপাড়ার মৃত আবুল হোসেন মেয়ে রাশেদের স্ত্রী রেজিনা বেগম (৩৩)। তারা সর্ম্পকে স্বামী-স্ত্রী।

 

জব্দকৃত আলামত এবং আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট