চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সিটিজেন ফোরামের শুলকবহর ওয়ার্ডের কমিটি, সভাপতি তারেক ও সেক্রেটারি জাকির

অনলাইন ডেস্ক

১১ জুলাই, ২০২৫ | ১০:৩৯ অপরাহ্ণ

সিটিজেন ফোরাম পাঁচলাইশ থানার শুলকবহর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এতে তারেক রশিদকে সভাপতি ও মোহাম্মদ জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশন) মো. রইছ উদ্দিন এই কমিটির অনুমোদন দেন।

কমিটিতে উপদেষ্টা করা হয়েছে নয়জনকে। তারা হলেন, শামসুর আলম শামীম, তাজুল ইসলাম কামাল, আব্দুল মালেক, জসিমুল আনোয়ার খান, মামুনুল ইসলাম হুমায়ুন, শামসুজ্জামান হেলালি, রাশেদুল আজম মঞ্জু, নীলা আফরোজ ও সৈয়দ মোহাম্মদ গোলাম রহমান।

২২ সদস্যের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. আইয়ুব খান, যুগ্ম সম্পাদক তাওহীদ আজাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, প্রচার সম্পাদক এমদাদ বাচ্চু, অর্থ সম্পাদক আজম খান প্রকাশ নাসির উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক নন্দিতা চৌধুরী।

কার্যকরী সদস্য করা হয়েছে ইফতেখার আলম, রুম্মান আজফার, এসএম দিদারুল ইসলাম, ফরহাদ হোসেন, মোহাম্মদ রাসেল, ডাক্তার ইমরান, ইঞ্জিনিয়ার ওমর রানা, ইঞ্জিনিয়ার মো. জমির উদ্দিন, আব্দুল কাদের, জয়নাল আবেদীন সাকিব, সাজ্জাতুল জামান, আজম খান, মীর মোহাম্মদ ইউনুস ও নুরুল কবির পলাশ।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট