চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

৩৪২টি মোবাইলসহ ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

৩৪২টি মোবাইলসহ ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১১ জুলাই, ২০২৫ | ৭:৪৩ অপরাহ্ণ

চুরি ও ছিনতাইকৃত ৩৪২টি মোবাইল ফোন, ৬ টি ল্যাপটপ এবং নগদ দুই লক্ষ টাকাসহ ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) দামপাড়া পুলিশ লাইনের চট্টগ্রাম নগর পুলিশের মিডিয়া সেন্টার প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান।

 

তিনি জানান, চট্টগ্রাম মহানগরী এলাকায় দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি চক্র জনসাধারণের পকেট হতে নগদ টাকা, মোবাইল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল হাতিয়ে নিচ্ছে। এই চক্রগুলো সাধারণত ভিড়ের মধ্যে বা জনসমাগমস্থলে বেশি সক্রিয় থাকে। কখনো কখনো তারা যাত্রীবেশে সাধারণ মানুষের মতো মিশে গিয়েও এই কাজ করে থাকে। এছাড়া, তারা বিভিন্ন উৎসব বা অনুষ্ঠানেও এই ধরনের অপরাধ বেশি করে থাকে। এ চক্রগুলো পকেটমার বা ছিনতাইয়ের সময় কখনো কখনো হিংসাত্মক আচরণপূর্বক ভিকটিমকে মারধর করে জোর করে মোবাইলসহ গুরুত্বপূর্ণ মালামাল ছিনিয়ে নেয়। পরবর্তীতে তারা এসব চুরি ও ছিনতাইকৃত মোবাইল অধিক দামে দেশের বিভিন্ন জেলাসহ রোহিঙ্গা ক্যাম্প, মায়ানমার, নেপাল ও ভারতে পাঠিয়ে দেয়।

 

উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান জানান, গতকাল ১০ জুলাই রাতে নগরীর কোতয়ালী থানাধীন নন্দনকানন ৩নং গলি, হরিশদত্ত লেইনে সোহেলের ভাড়া বাসা থেকে বাকলিয়ার বাসিন্দা  মো. তানভীর হোসাইন (৩২),  লোহাগাড়ার মো সোহেল উদ্দিন (৩২), নোয়াখালীর কোম্পানিগঞ্জের মো. রুবেল প্রকাশ চাকমা রুবেল (৩৬), লোহাগাড়ার মোহাম্মদ হোসাইন (২২) ও  সাতকানিয়ার আবদুল্লাহ আল মামুনকে (২৭) গ্রেপ্তার করা হয়। এ সময় ঘরের মেঝতে থাকা ৩৪২টি বিভিন্ন মডেলের ব্যবহৃত মোবাইল সেট, ৬টি পুরাতন ব্যবহৃত ল্যাপটপ এবং চোরাই মোবাইল ও ল্যাপটপ ক্রয়-বিক্রয়ের নগদ দুই লক্ষ টাকা উদ্ধার করা হয়। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট