
জলবায়ু সুরক্ষা ও পরিবেশ ন্যায়বিচারের বার্তা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ আইনভিত্তিক আয়োজন—‘এসসিএলএস ন্যাশনাল ল’ অলিম্পিয়াড ২০২৫’।
শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টায় একে খান আইন অনুষদ মিলনায়তনে সোসাইটি ফর ক্রিটিকাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস) আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
দুই দিনব্যাপী আয়োজনে দেশের ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৪০টি দল অংশ নিচ্ছে। এবারের প্রতিপাদ্য—‘জলবায়ু আইন ও পরিবেশ ন্যায়বিচার’। অলিম্পিয়াডে পাঁচটি ধাপে শিক্ষার্থীরা অংশ নেবে: পিক্টোরিয়াল প্লী, রেবেলিয়াস স্পিরিট, ক্রিটিক্যাল আই, রিফর্ম অ্যাসেম্বলি এবং সিম্পোজিয়াম রাউন্ড।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, পরিবেশ বিপন্ন হলে মানুষের জীবনও হুমকির মুখে পড়ে। দেশের বিভিন্ন জায়গায় পরিবেশ আন্দোলন চলছে বটে, তবে এখন দরকার একক সমন্বিত উদ্যোগ।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন শিক্ষার্থীদের হাতে-কলমে আইন শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আইন কেবল বইয়ের বিষয় নয়; এর বাস্তব চর্চাই সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা, চবি আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জাফরুল্লাহ তালুকদার, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এহসানুল করিম ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে চবি আইন অনুষদের সাবেক ডিন ও এসসিএলএস উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক বলেন, জলবায়ু পরিবর্তন আর কোনো ভবিষ্যতের আশঙ্কা নয়; এটি এখনই তীব্রভাবে আমাদের জীবনে প্রভাব ফেলছে। এই সংকট মোকাবেলায় প্রচলিত আইনের সীমাবদ্ধতা ভেঙে নতুন দৃষ্টিভঙ্গিতে আইন প্রণয়ন করতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চবি আইন বিভাগের সভাপতি ও এসসিএলএস মডারেটর অধ্যাপক ড. রকিবা নবী। সঞ্চালনায় ছিলেন এসসিএলএস-এর সিনিয়র সদস্য লামিয়া তাজ নূর।
প্রথম দিনে অলিম্পিয়াডের তিনটি ধাপ সম্পন্ন হয়। আয়োজকরা জানিয়েছেন, এ আয়োজনের লক্ষ্য—তরুণ আইন শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশ আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সমালোচনামূলক বিশ্লেষণ ও যুক্তির দক্ষতা বিকাশ।
পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ