চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

পটিয়ায় ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
শামশেদ হিরু

পটিয়ায় ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পটিয়া সংবাদদাতা

১১ জুলাই, ২০২৫ | ১২:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়া উপজেলার রশিদাবাদ গ্রামে শোভন্দণ্ডী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শামশেদ হিরুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হযরত বখ’শা আলী ফকির বাড়ির বাসিন্দা শামশেদ হিরু প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দেন। তবে তার বিরুদ্ধে থানায় মামলা থাকায় তিনি নিজ বসতঘরে না থেকে পাশের একটি কাচারিঘরে রাত যাপন করতেন। শুক্রবার সকাল ৬টার দিকে তার স্ত্রী ডাকতে গিয়ে সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখেন, তিনি রশিতে ঝুলছেন। পরে দরজা ভেঙে দেখা যায়, তার বুকে রক্তের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শামশেদ হিরু এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার বড় ছেলে এইচএসসি’র শিক্ষার্থী ও মেয়ে স্থানীয় স্কুলে ৭ম শ্রেণিতে অধ্যয়নরত।

নিহতের ছোট ভাই বলেন, আমার ভাইয়ের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও, বিস্তারিত জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করতে হবে।

 

পূর্বকোণ/রবিউল/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট