
ফটিকছড়ি উপজেলার নারায়নহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে কেউ পাশ করতে পারেনি। উক্ত বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল ২ জন। ফটিকছড়ি উপজেলায় চলতি বছর এস.এস.সি’তে পাশের হার শতকরা ৭০.২২ ভাগ। যা গতবছর ছিল ৮৮.২৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২১০জন শিক্ষার্থী। যা গত বছর পেয়েছিল ১৭৮জন। উপজেলার ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিল- ৫ হাজার ৩৭ জন। পাশ করেছে ৩ হাজার ৫ শত ৩৭ জন।
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা জানান, গত কয়েক বছর ধরে বোর্ডের পাশের হারের চেয়ে আমাদের পাশের হার কম হচ্ছে। এটা খুবই দুঃখজনক। যদিও চলতি ফলাফলে ১ পয়েন্ট বেডেছে। আগামীতে ভাল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পূর্বকোণ/মুন্না/ আরআর/পারভেজ