
লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের পিতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ আবু মোহাম্মদ খালেদ (৬৮) ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টায় স্ট্রোকজনিত রোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ৪ জুলাই জুমার নামাজের পর জানাজা শেষে মুরাদপুর হামজা খা (রহ.) মসজিদ কবর স্থানে দাফন করা হয় তাকে।
মৃত্যুকালে বীরমুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ খালেদ তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তিনি একাধারে একজন মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, সমাজসেবক এবং এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজের সাবেক জেনারেল ম্যানেজার ছিলেন। তিনি রাউজান মোহাম্মদপুর গ্রামের আলহাজ আব্দুল কুদ্দুস মাস্টারের প্রথম ছেলে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ