চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

হালিশহরে নালায় পড়ে প্রাণ হারাল ৩ বছরের শিশু
ফাইল ছবি

নালায় পড়ে শিশু মৃত্যুর ঘটনা তদন্তে চসিকের ৩ সদস্যের কমিটি

অনলাইন ডেস্ক

৯ জুলাই, ২০২৫ | ৯:৪১ অপরাহ্ণ

হালিশহরে নালায় পড়ে  হুমায়রা নামে তিন বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা তদন্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ৩ সদস্যের কমিটি গঠন করেছে। আগামী এক কর্ম দিবসের মধ্যে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

 

বুধবার বিকেলের এই ঘটনায় রাতেই এই অফিস আদেশ জারি করা হয়। আদেশে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীকে আহবায়ক, চসিকের ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সরফুল ইসলামকে সদস্য ও নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহানকে সদস্য সচিব করে এই কমিটি দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট