চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

নালায় পড়ে নিহত শিশুর পরিবারকে চসিকের ৩০ হাজার টাকা সহায়তা
সংগৃহীত ছবি

নালায় পড়ে নিহত শিশুর পরিবারকে চসিকের ৩০ হাজার টাকা সহায়তা

নিজস্ব প্রতিবেদক

৯ জুলাই, ২০২৫ | ৮:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের হালিশহরে নালায় পড়ে মৃত শিশুর দাফন-কাফনের খরচ বাবদ তার পরিবারকে ৩০ হাজার টাকা সহায়তা প্রদান করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

 

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশে চসিকের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় নিহতের পরিবারকে সমবেদনা জানান তারা।

 

চট্টগ্রাম নগরীর হালিশহর নয়াবাজার এলাকার আনন্দীপুর জামে মসজিদের সামনে নালায় পড়ে হুমায়রা নামে তিন বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে এই ঘটনা ঘটে।

 

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং অন্যান্য কর্মকর্তারা।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট