চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

স্ত্রী-সন্তানের সামনেই যুবদল নেতা সেলিমকে হত্যা: মামলায় গ্রেপ্তার ২
সন্তানের সাথে যুবদলের সদস্য সচিব মো. সেলিম উদ্দিন

স্ত্রী-সন্তানের সামনেই যুবদল নেতা সেলিমকে হত্যা: মামলায় গ্রেপ্তার ২

রাউজান সংবাদদাতা

৯ জুলাই, ২০২৫ | ৮:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. সেলিম উদ্দিনকে (৪০) স্ত্রী ও দেড় বছরের শিশু কন্যার সামনেই গুলি করে হত্যার ঘটনায় তিন দিন পর মামলা দায়ের হয়েছে।

 

মঙ্গলবার (৮ জুলাই) রাতে নিহতের মা ফরিদা বেগম (৬৫) বাদী হয়ে রাউজান থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

 

থানার মামলা নম্বর ০৫; ধারা ৩০২/৩৪ পেনাল কোড। প্রধান আসামি করা হয়েছে রায়হান ও ইলিয়াছকে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, এজাহারভুক্ত একজন এবং একজন সন্দেহভাজনসহ মোট দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- মো. রাসেল ও মো. জাহেদ।

 

গত ৬ জুলাই, রবিবার দুপুর ১২টার দিকে চাচির জানাজা শেষে স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কদলপুরের ঈশান ভট্টের হাট এলাকায় বোরকাপরা দুর্বৃত্তরা প্রকাশ্যে তাকে মুখ ও পেছনে গুলি করে হত্যা করে।

 

নিহত সেলিম কদলপুর ইউনিয়নের শমসের পাড়ার বাসিন্দা ও বিএনপির অঙ্গসংগঠন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। এলাকাবাসীর ধারণা, যুবদলের অভ্যন্তরীণ গ্রুপিং এবং আধিপত্য বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

 

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট