চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

মিরসরাইয়ে ভাগিনার ছুরির আঘাতে মামা নিহত
মামা মোহাম্মদ হারুন

মিরসরাইয়ে ভাগিনার ছুরির আঘাতে মামা নিহত

মিরসরাই সংবাদদাতা

৯ জুলাই, ২০২৫ | ৮:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে ভাগিনা শাহীন আলমের ছুরিকাঘাতে মামা মোহাম্মদ হারুন (৪৫) নিহত হয়েছেন।

 

বুধবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৫টায় উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হারুন মধ্যম তালবাড়িয়া গ্রামের রবিউল হোসেনের বাড়ির মোহাম্মদ সেকান্তরের ছেলে।

 

জানা গেছে, বুধবার বিকালে বাড়ির উঠানে জায়গা জমি সংক্রান্ত আলোচনার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ভাগিনা শাহীন আলম তারই আপন মামা মোহাম্মদ হারুনের বুকের বাম পাশে ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয়রা আহতবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত হারুনের ভাতিজা মহিউদ্দিন জানান, আমার জেঠাকে জায়গা জমি সংক্রান্ত ইস্যুকে কেন্দ্র করে তার ভাগিনা শাহীন ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে তিনি মারা যান। আমার জেঠার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

 

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আর্য্যরাজ দত্ত বলেন, ছুরির আঘাতে বুকের বাম পাশে মারাত্মক জখম হয় এবং রক্তক্ষরণ হয়। হাসপাতালে নিয়ে আসার আগের মোহাম্মদ হারুন মারা যান।

 

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, জায়গা জমি সংক্রান্ত ঝামেলায় একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

পূর্বকোণ/সময়/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট