
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামসহ দেশের চার বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৯ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে ভারি বর্ষণজনিত কারণে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল দুপুর ১২টা থেকে আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ১৫৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৭৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা কমার আভাস রয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই সময়ে ফেনীতে দেশের সর্বোচ্চ ৩৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারি বৃষ্টিপাত।
আবহাওয়া অধিদপ্তরের বুধবার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে- গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই অবস্থানে আছে। ফলে সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ