
কক্সবাজারের সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র আসিফ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সাগরে নেমে তলিয়ে যাওয়া দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হল। তবে এখনও নিখোঁজ রয়েছেন আরেকজন।
বুধবার (৯ জুলাই) সকাল ৯টায় সমিতিপাড়া এলাকার সমুদ্রসৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুল মুকিত জানান, উদ্ধার মরদেহটি হিমছড়ি পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ আসিফ আহমদের। আসিফ বগুড়ার দক্ষিণ নারুলী এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। আসিফ আহমদের বড় ভাই সেখানে এসে লাশটি শনাক্ত করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান। তার খোঁজে পুলিশ, ফায়ার সার্ভিস ও লাইফগার্ডদের তৎপরতা অব্যাহত আছে।
এর আগে মঙ্গলবার (৮ জুলাই) ভোরে কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে তলিয়ে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের তিন ছাত্র। তার মধ্যে কে এম সাদমান রহমান সাবাবের লাশ সেদিন সকালে উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন- অরিত্র হাসান ও আসিফ আহমেদ। আজ মঙ্গলবার সকালে আসিফ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান।
পূর্বকোণ/পিআর/এএইচ