চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

নিম্নমানের চাল বিভিন্ন নামে প্যাকেটজাত করে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নিম্নমানের চাল বিভিন্ন নামে প্যাকেটজাত করে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন ডেস্ক

৮ জুলাই, ২০২৫ | ৬:৩৯ অপরাহ্ণ

নিম্নমানের চাল বিভিন্ন নামে প্যাকেটজাত করে বিক্রির ও বস্তায় ওজনে কম থাকার অভিযোগে চট্টগ্রামের পাহাড়তলীর চাল ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ জুলাই) পাহাড়তলী বাজার সংলগ্ন বিভিন্ন চালের আড়তে অভিযানকালে এই জরিমানা করা হয়।

এ সময় মূল্য তালিকা সংরক্ষণ না করায় মেসার্স হক রাইস এজেন্সিকে ৮ হাজার টাকা ও ওজনে কম দেওয়া এবং মূল্য তালিকার সাথে বিক্রয় মূল্যের সামঞ্জস্য না থাকায় মেসার্স আদর স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেবনাথ ও আনিছুর রহমান।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট