
সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে আসা প্রায় ২০০ রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।
গত ৬ জুলাই রাত ৭ জন রোহিঙ্গা ভারতীয় নীলফামারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যায়, যেখানে তাদের আত্মীয়দের কাছে আশ্রয় দেওয়া হয়।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় সীমান্তে দীর্ঘদিন ধরে অস্থায়ী ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছিলেন রোহিঙ্গারা। খাবার, চিকিৎসা এবং নিরাপত্তার অভাবে তারা বাংলাদেশে প্রবেশের জন্য বাধ্য হয়েছেন। নতুন আসা রোহিঙ্গাদের স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা, খাবার-পানি এবং অন্যান্য সহায়তা প্রদান করা হয়েছে।
মিজানুর রহমান আরও বলেন, ইউএনএইচসিআর থেকে জানানো হয়েছে, ভারত থেকে আসা প্রায় ২০০ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ করা হয়েছিল। তবে, ক্রমাগত এইভাবে রোহিঙ্গা আশ্রয় দিলে তাদের মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়া আরও জটিল হয়ে যাবে এবং বাংলাদেশের ওপর চাপও বাড়বে।
২০১৭ সালের পর থেকে বাংলাদেশে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাদের জন্য খাদ্য, চিকিৎসা এবং অন্যান্য সহায়তা সরবরাহ করতে সরকার কঠিন চাপে রয়েছে। ভারত থেকে নতুন রোহিঙ্গাদের প্রবেশ বাংলাদেশের উপর আরও চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বর্তমানে, এই ২০০ রোহিঙ্গা উখিয়া ক্যাম্পসহ বিভিন্ন আশ্রয়শিবিরে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের সহায়তায় স্বাস্থ্যসেবা, ত্রাণ এবং নিবন্ধন কার্যক্রম অব্যাহত রেখেছে।
পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ