
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালংয়ের চোয়াংখালী উত্তরঘাট এলাকায় সাগরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবে নিখোঁজ জেলে মো. হোসেন প্রকাশ গুরাইয়ার (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি স্থানীয় আব্দু মালেকের পুত্র।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাটোয়ারটেক বীচের উত্তর পাশে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সোমবার ৭ জুলাই সকালে মাছ ধরার উদ্দেশ্যে মনজুর আলমের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকা নিয়ে সাগরে নামেন মো. হোছন প্রকাশ গুরাইয়াসহ আরও কয়েকজন। এসময় হঠাৎ বৈরি আবহাওয়ার কারণে সাগরের ঢেউয়ের তোড়ে নৌকা থেকে ছিটকে সাগরে পড়ে যান তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সাথে থাকা মাঝিমাল্লারা সাঁতরে তীরে ফিরে আসে।
মো. হোছন প্রকাশ গুরাইয়ার মা মরিয়ম খাতুন বলেন, আমার ছেলে প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে গিয়েছিল। এটি একটি দুর্ঘটনা। এ নিয়ে আমার কোনো অভিযোগ নাই।
উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। প্রাথমিক তদন্তে স্থানীয় বাসিন্দা, গ্রাম পুলিশ ও ইউপি সদস্যরাও দুঘর্টনা বলে জানিয়েছেন। এটি একটি স্বাভাবিক দুর্ঘটনাজনিত মৃত্যু। পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ নেই বলে দাবি করায় দাফনের ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই।
পূর্বকোণ/পিআর/এএইচ