চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে ৩ কোটি টকার ইয়াবা ফেলে পালালো পাচারকারী

টেকনাফে ৩ কোটি টকার ইয়াবা ফেলে পালালো পাচারকারী

টেকনাফ সংবাদদাতা

৮ জুলাই, ২০২৫ | ৩:৩১ অপরাহ্ণ

মিয়ানমার থেকে টেকনাফে পাচারের সময় এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

সোমবার (৭ জুলাই) রাতে সীমান্ত এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল জসিম উদ্দিন। তিনি জানান, গতকাল সোমবার ৭ জুলাই রাত ৮টার দিকে সীমান্ত পিলার ১৮ থেকে আনুমানিক দেড় কিলোমিটার উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক দেড় কিলোমিটার উত্তর দিকে টেকনাফ হোয়াইক্যং খারাংগ্যাঘোনা-২ নামক স্থানে কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি দল। এ সময় মিয়ানমার থেকে একজন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখলে বিজিবি তাকে তাকে ধাওয়া করে। বিজিবির ধাওয়া খেয়ে চোরাকারবারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৩ কোটি টাকার মূল্যের এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। মাদক চোরাকারবারীকে ধরতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট