চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

রাউজানে প্রকৌশলী হত্যা: মা ও দুই ভাই কারাগারে

রাউজানে প্রকৌশলী হত্যা: মা ও দুই ভাই কারাগারে

নিজস্ব প্রতিবেদক

৮ জুলাই, ২০২৫ | ২:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলায় নিহতের মা-ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার আসামিদের কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রাম চিফ ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার তিনজন হলেন- নিহত বকুলের মা মোছাম্মৎ শাহীদা বেগম (৬৪), নিহতের ভাই মো. নাজিম উদ্দিন (৩৩) ও মো. দিদারুল ইসলাম (৩১)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রকৌশলী নুরুল আলম বকুলের সাথে তার ভাইদের জায়গা সম্পত্তির বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। এ ঘটনায় তিনি তার ভাইদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। গত ৩১ এপ্রিল ঈদের পরেরদিন নগরীর বাসা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে যান বকুল। এ সময় জায়গা-সম্পত্তির বিরোধের জেরে নিজ স্ত্রী-পুত্রের সামনে লোহার রড, লাটি, হাতুড়ি দিয়ে পিটিয়ে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে নৃশংসভাবে প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন তার মা, ভাই-বোন ও চাচাতো ভাইরা। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোহাম্মদ রাজু বাদী হয়ে মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫টায় হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকা থেকে আসামি নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বড়দীঘিরপাড় এলাকা থেকে আরেক আসামি দিদারুল আলম ও লালিয়ার হাট এলাকা থেকে মোছাম্মৎ শাহিদা বেগমকে গ্রেপ্তার করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, আইনি কার্যক্রম শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট