
রাউজানের হলদিয়ায় খুন হওয়া ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে র্যাব-৭ এর বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে পাঁচটায় হাটহাজারী থানাধীন বড়দীঘিরপাড় এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. নাজিম উদ্দিন (৩৩), মো. দিদারুল ইসলাম (৩১) ও মোছা. শহিদা বেগম (৬৪)। তাদের সবার স্থায়ী ঠিকানা রাউজান উপজেলার ১ নম্বর হলুদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এয়াছিন নগর, তিতাগাজীর বাড়ি।
রাউজান থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া তিনজনই চলতি বছরের ৩ এপ্রিল রাউজান থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি রাউজান থানার মামলা নং-০২/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী রুজু করা হয়। মামলায় নিহত ইঞ্জিনিয়ার নুরুল ইসলামকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ আনা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে হাটহাজারীর বড়দীঘিরপাড় এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে তিনজনকে আটক করে পরে রাউজান থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে আসামিরা রাউজান থানা হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়ভাবে আলোচিত এ হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারকে কেন্দ্র করে এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য, নিহত ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম ছিলেন একজন পেশাজীবী ও সমাজসেবক। তার নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবিতে এলাকাবাসী একাধিকবার মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছিলেন।
পূর্বকোণ/জাহেদুল/আরআর/পারভেজ