
বোয়ালখালী থেকে আস্ত বাস চুরি করে নিয়ে গেছে চোরের দল। সোমবার (৭ জুলাই) এ ঘটনায় বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন বাসটির মালিকের ভাই কাজল দে।
কাজল দে জানান, “আমার ভাই রুবেল দে পেশায় একজন বাস চালক। তার নিজস্ব মালিকানাধীন বাসটি (চট্টগ্রাম ছ-১১-২০৮৪) প্রতিদিনের মতো গতকাল রবিবার (৬ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার কানুনগোপাড়া অগ্রণী ব্যাংকের সামনে পাকা রাস্তায় পার্কিং করে সে বাড়িতে চলে যায়। এরপর আজ সোমবার (৭ জুলাই) ভোর ৬টার দিকে এসে দেখে বাসটি নেই।”
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, বাস চুরির বিষয়ে মামলা নেওয়া হয়েছে। বাস উদ্ধারে এবং চোর শনাক্তে পুলিশের একটি টিম মাঠে রয়েছে।
পূর্বকোণ/পূজন/আরআর/পারভেজ