চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

দেশকে পিছিয়ে দিতেই একটি পক্ষ নির্বাচন বিলম্বের কথা বলছে
দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন উপজেলা/পৌরসভা কমিটি গঠনকল্প তথ্য উপাত্ত সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া

দেশকে পিছিয়ে দিতেই একটি পক্ষ নির্বাচন বিলম্বের কথা বলছে

বিজ্ঞপ্তি

৭ জুলাই, ২০২৫ | ১০:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেছেন, যারা নির্বাচন বিলম্বের কথা বলে তাদের উদ্দেশ্য হচ্ছে দেশকে পিছিয়ে দেয়া। তিনি বলেন, নির্বাচন যতোবেশি বিলম্বে হবে দেশ ততোবেশি পিছিয়ে পড়বে। তিনি আগামী নির্বাচনে বিএনপির বিজয় চূড়ান্ত করতে সর্বাত্মক প্রস্তুতি নিতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

 

সোমবার বিকেলে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন উপজেলা/পৌরসভা কমিটি গঠনকল্প তথ্য উপাত্ত সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আলী আব্বাস, আজিজুল হক চেয়ারম্যান, আসহাব উদ্দিন চৌধুরী, নুরুল আনোয়ার চৌধুরী, জামাল হোসেন, মুজিবুর রহমান, রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু। 

 

জেলা আহবায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, মো. ইব্রাহীম, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন, সালেহ জহুর, হেলাল উদ্দিন, জাবেদ মেহেদী হাসান সুজন, শাহাদাত হোসেন সুমন প্রমুখ। অনুষ্ঠানে দুপুর ২ থেকে থেকে সন্ধা ৬ পর্যন্ত প্রায় শতাধিক আবেদন ফরম জমা পড়ে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট